ইউটিউব শর্টস ভিডিও থেকে আয় সম্ভব কি না
সারাবিশ্বে এখন টিকটক বেশ জনপ্রিয় এক মাধ্যম। বর্তমানে অল্প সময়ের ভিডিওসমূহের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই মাধ্যমটির। আর এই ধারণাকে কাজে লাগিয়ে শর্টস ফিচারটি চালু করে ইউটিউব। অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় একটি ইউটিউব ফিচারে পরিণত হয়েছে এটি।
ইউটিউব শর্টস থেকে আয় সম্ভব?
২০২৩ সালের আগে ইউটিউব শর্টস থেকে সাধারণ উপায়ে আয়ের সুযোগ ছিলো। ইউটিউব শর্টস মনিটাইজেশন ফান্ড এর মাধ্যমে আগে ১০০ মিলিয়নের অধিক ক্রিয়েটরকে অর্থ প্রদান করা হতো। অবশেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ১তারিখ হতে ইউটিউব শর্টস মনিটাইজেশন চলে এলো অধিকাংশ ক্রিয়েটরদের জন্য। নতুন শর্টস রেভিনিউ শেয়ায়িং মডেল এসেছে যার ফলে ইউটিউব শর্টস মনেটাইজেশন ফান্ড এর আর প্রয়োজন হবেনা।
ইউটিউব শর্টস থেকে আয় করার উপায় ২০২৩
টেকনোলজি উন্নত হওয়ার কারণে, একটি সাধারণ ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করার অনেক উপায় রয়েছে। যেমন,
•ইউটিউব পার্টনার প্রোগ্রাম,
•ভিডিওর জন্যে মনিটাইজ চালু করে,
•এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে,
স্পনসর্শিপ, ইত্যাদি।
তবে, ইউটিউব এর লম্বা ভিডিও গুলোর থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে ইউটিউব রুলস মোতাবেক সাধারণত ৪টি স্টেপ সম্পূর্ণ করতে হয়।
ইউটিউব পার্টনার প্রোগ্রাম জয়েন করতে হয়,
ইউটিউব এর জন্য নিয়মিত লম্বা ভিডিও তৈরি করে পাবলিশ করা,
ভিডিওর জন্যে মনিটাইজ চালু করা,
শেষে, advertising revenue সংগ্রহ করুন।
তবে, ইউটিউব শর্টস বলতে যেমন ( যেখানে ৫০থেকে ৬০ সেকেন্ড বা তার থেকে আরো কম সময়ের ছোট ইউটিউব ভিডিও বানানো হয়) এর কোনো সোজা বা Traditional Monetization Program নেই।
শর্টস থেকে কত আয় করা যায়?
ইউটিউব শর্টস মনিটাইজেশন থেকে কত আয় সম্ভব সে সম্পর্কে কিছু জানা যায়নি। তাই ইউটিউব শর্টস থেকে প্রতি ১০০০ ভিউতে কত টাকা আয় করা যাবে এই ধরনের প্রশ্ন যদি আপনার মনে থাকে তবে তার উত্তর পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
How to earn money from YouTube shorts.
কেউ কেউ বলছেন প্রতি ১০০০ ভিউ এর জন্য ০.০৪ ডলার আয় হতে পারে। তবে অফিসিয়ালভাবে এই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
তবে এটি অনেকটা নিশ্চিত যে ভিউস এর উপর নির্ভর করছে একজন ক্রিয়েটর কত আয় করতে পারবেন। প্রতি মাসে ক্রিয়েটরগণ রেভিনিউ পাবেন যা শর্টস ক্রিয়েটরদের ভিডিওতে দেখানো এড থেকে সংগ্রহ করা হবে।
0 Comments