ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভার্চুয়াল নম্বর ফিচার নিয়ে এলো নগদ।
নগদ তাদের ইউজার প্রাইভেসি আরো জোরদার করতেই মূলত এই ভার্চুয়াল কার্ড নাম্বার।এই ডিজিটাল যুগে নিজের ফোন নম্বরের নিরাপত্তা নিশ্চিত করা বেশ জরুরি। বিশেষ করে নগদ, বিকাশ এর মত ভার্চুয়াল ওয়ালেটগুলোতে ক্যাশ ইন বা ক্যাশ আউট করার ক্ষেত্রে নিজের ফোন নম্বরের গোপনীয়তা বজায় রাখা জরুরি।তাই এই ফিচার ব্যবহার করে ব্যাক্তিগত নম্বর শেয়ার করা ছাড়াই নগদ এর বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকগণ।
নগদ ভার্চুয়াল কার্ড এর গুরুত্বপূর্ন তথ্য
•যেকোনো নগদ গ্রাহক তাদের নগদ একাউন্টের জন্য একটি ১৬ ডিজিটের ইউনিক ‘ভার্চুয়াল নম্বর’ বা ‘ভার্চুয়াল কার্ড নম্বর’ পাবেন।
•একজন নগদ গ্রাহক নিজ নগদ একাউন্ট নম্বর বা মোবাইল নম্বর শেয়ার না করে শুধু ‘ভার্চুয়াল নম্বর’ শেয়ার করে উদ্যোক্তা পয়েন্ট থেকে ক্যাশ-ইন করতে পারবেন।
•এই প্রোডাক্টটি উপভোগ করার জন্য একজন গ্রাহকের অবশ্যই ফুল প্রোফাইল নগদ একাউন্ট থাকতে হবে।
•ভার্চুয়াল কার্ড নম্বর পেতে হলে নগদ অ্যাপে লগিন করুন। তারপর “মাই নগদ” মেন্যুতে গিয়ে উপরের দিকে বামপাশ থেকে নিজের নামের উপর ক্লিক করতে হবে। এরপর প্রোফাইল পেজ আসবে। প্রোফাইল ইমেজের নিচেই ১৬ সংখ্যার ভার্চুয়াল কার্ড নম্বর পাবেন।
•ক্যাশ-ইন করার পর সফল হলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
•নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে ক্যাশ-ইন করার সময় ১৬ ডিজিটের ‘ভার্চুয়াল নম্বর’ দিয়ে ভুল লেনদেন করলে সেক্ষেত্রে নগদ কোনো ধরনের দায় গ্রহণ করবেনা।
•উল্লেখিত শর্তগুলো যেকোনো সময় পরিবর্তন বা পরিবর্ধন কিংবা সংশোধন করার অধিকার রাখে নগদ।
এছাড়াও যেকোনো পূর্বঘোষণা ছাড়াই ক্যাম্পেইন বাতিল করার অধিকার রাখে নগদ।
ক্যাম্পেইন সম্পর্কিত নগদ কতৃক গৃহিত যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
নগদ ভার্চুয়াল নম্বর ব্যবহার শর্তাবলী:
•অফার চলাকালীন সময়ে নগদ এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোনো প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 09609616167 নম্বরে কল করতে পারবেন।
•ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে বাধা বা প্ররোচিত করবে না নগদ। অর্থাৎ এই ক্যাম্পেইনে একজন ব্যাক্তির অংশগ্রহণ সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব বিবেচনার বিষয়।
•উল্লেখিত অফার সম্পর্কে যেকোনো প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 09609616167 নম্বরে কল করে জানাতে ভুলবেন না।
•উপরের ঘোষণাগুলোর পরেও তৃতীয় কোনো পক্ষ কর্তৃক দ্বারা ক্ষতি হলে সেক্ষেত্রে নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
•নগদ বা নগদ এর কোনো প্রতিনিধি কখনো গ্রাহকের কাছে নগদ একাউন্টের ওটিপি বা পিন কোড চাইবেন না।
•নগদ বা নগদ এর কোনো প্রতিনিধি গ্রাহককে কোনো প্রকার লেনদেন করতে বলবে না।
•শুধু 16167 বা 09609616167 নম্বর থেকেই গ্রাহকের সাথে যোগাযোগ করে নগদ।
0 Comments