ওপেনএআই এর চ্যাটজিপিটি প্লাস ইউজারদের সুবিধা






"ওপেনএআই" গত বছর নমেম্বের মাসে চ্যাটজিপিটি নামে একটি চ্যাট বট লঞ্চ করে, এখন পর্যন্ত ১০কোটির বেশি ইউজার নিয়মিত ব্যবহার করছেন,দিন দিন এর ব্যাবহার বৃদ্ধি পেয়েই চলছে।এই ধারাকে অব্যবহিত রেখেই প্রতিষ্ঠানটি এর প্লাস ভার্সন লঞ্চ করেছেন, যাতে থাকবে বেশ কিছু বাড়তি সুবিধা,তার সাথে ইউজারদের মাসিক ২০ মার্কিন ডলার গুনতে হবে। আসুন নতুন সংস্করণটির বিভিন্ন উল্লেখযোগ্য দিক জেনে নেওয়া যাক—

চ্যাটজিপিটি তে অধিক ট্রাফিক এর সময় 

একই সময়ে সর্বোচ্চ সংখ্যক ব্যবহারকারী (ট্রাফিক) থাকলেও চ্যাটজিপিটিতে প্রবেশ ও বিভিন্ন সুবিধা দ্রুত ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি প্লাস সংস্করণে। ফলে দ্রুত প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি চ্যাটজিপিটির সাহায্যে বিভিন্ন কাজ স্বচ্ছন্দে করিয়ে নেওয়া যাবে। শুধু তা–ই নয়, চ্যাটজিপিটিতে নতুন কোনো সুবিধা যুক্ত হলে বা হালনাগাদ সংস্করণ এলে সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীরা।

এখন করা এটি ব্যাবহার করতে পারবে

চ্যাটজিপিটি প্লাস সংস্করণটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ব্যবহার করতে পারবেন। তবে পর্যায়ক্রমে অন্যান্য দেশ থেকেও সংস্করণটি ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে কম্পিউটারে এ সুবিধা পাওয়া গেলেও ভবিষ্যতে মুঠোফোন থেকেও চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করা যাবে।
 

চ্যাটজিপিটি প্লাস আনার কারণ

বর্তমানে বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। ওপেনএআই জানিয়েছে, নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকে অর্থের বিনিময়ে বাড়তি সুবিধা দেওয়ার মাধ্যমে অন্যদের স্থায়ীভাবে বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ দিতে চ্যাটজিপিটি প্লাস সংস্করণটি উন্মুক্ত করা হবে।

সূত্র: এনালাইটিকসইনসাইট ডটনেট